পাতা:কবিতা ও গান.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্ম-সঙ্গীত।
২৩৩

লতা পাতা ফুল ঢালিছে সুগন্ধ,
পবন বহিছে শীতল সুমন্দ,
বিহগ গাহিছে সঙ্গীত আনন্দ,—
তব নামে,নাথ,উঠিছে জয়!
এত সুখভরা এই নিকেতন,
দ্যুলোক ভূলোক প্রণয়-মগন,
কেন,পিতা,তবে এ সস্তানগণ
দীন দুখী শুধু তোমার ঘরে?
এমন প্রভাত,এত সুখালোক,
মেলিতে ফেলিতে সুখের পলক,
হের তাহাদের নিমীলিত চোখ—
বেদনার অশ্রুসলিল-ভরে।
দিলে যদি জ্ঞান কেন এই মোহ?
কেন ঈর্ষা দ্বেষ যদি দিলে স্নেহ?
এ আনন্দরাজ্যে কেন,নাথ,দেহ
এত অমঙ্গল বিপদ ক্লেশ?
এ মহা আঁধার,প্রভু হে,ঘুচাও,
এ সুখ প্রভাতে তাদেরো জাগাও;
তব রাজ্য হতে দূর করে দাও—
দুঃখ শোক তাপ বেদনা-লেশ!