পাতা:কবিতা ও গান.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৩৬
ধর্ম্ম-সঙ্গীত।

আপনার ছিল যারা চিনিতে পারে না তারা,
বিরূপ বিকৃত মূর্ত্তি দেখিয়ে আতঙ্গে সারা!
ওহে আত্ম হতে আত্ম!সব মিথ্যা তুমি সত্য!
সঞ্জীবনী দৃষ্টে তব শোধন করিয়ে লও!


ইমনকল্যাণ—আড়া।


বহুক ঝটিকা ঝড় কাঁপায়ে চেতন জড়—
ভবের তরঙ্গভঙ্গে বিচলে কি এ হৃদয়!
ধরিয়ে চরণ যাঁর বিচরি এ পারাবার,
সর্ব্ব শক্তিমান তিনি তাহাতে মঙ্গলময়।
ঘিরুক না ঘোর ঘন দিগন্ত ব্যাপিয়ে,
নিরখিব ধ্রুবতারা সে মুখ চাহিয়ে।
আশ্রয় অভয়দাতা!ভ্রুক্ষেপি সহস্র বাধা,
লুকাব অমৃত ক্রোড়ে কিসে আর করি ভয়!


খাম্বাজ—ঝাপতাল।


কি সুন্দর নিকেতন!নেহারিয়ে পূর্ণ মন!
স্বত উচ্ছ্বাসিয়ে ওঠে তোমাপানে জগতজীবন!
তোমারি মঙ্গল গাথা গাহিছে প্রকৃতি হেথা,
তোমারি মঙ্গল ভাব পাতিয়াছে হেথায় আসন।