পাতা:কবিতা ও গান.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান । সজনি, বল গো বল আমার এ কেমন হোল ! একদিন না হেরিলে শান্তি নাহি মনে। হৃদয় কেমন করে, নয়নে সলিল ঝরে, কি মোহ নিয়া সে ফিরে—বলিব কেমনে! সরমের খেয়ে মাথ৷ বলি অার এক কথা, বলিসনে মাথা থাস যেন লো কাহারে ; এক আমি नई ; বোন, আরো হেন কত জন, তার পথ পানে চেয়ে হা হা করে মরে ! কি শুধাস ওগো সখি ? নাম ধাম বলিব কি ? কিছু আর নাহি জানে অবোধ এ রাধা! প্রিয় হস্তাক্ষর দেখি মজিয়াছে শুধু আঁখি ! পেয়াদা সে, এই জানি, ডাকের পেয়াং!