পাতা:কবিতা ও গান.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। (R) বছি, ও ঠোটের পুণ্য হাসি যেন চির ফুটে, ও মুখের সরলতা যেন নাহি টুটে ; ও প্রাণের পবিত্রতা শুভ্র নিরমল, করে যেন ব্যথিতের হৃদয় উজল । অশ্রু জল বহে যদি, বহে যেন ੇ, সাত্বনা দিবার তরে দীন হীন সবে । প্রাণের বাসনা এই শুধু কথা নয়, সঙ্গল আশীষ ইহা শুভ আলোময় । ভুলে যদি যেতে চাও ভুলো কথা গুলি, ভোল যদি কে বলেছে তাও যেয়ো ভুলি ; এ আলোক শুধু যেন আঁখি-পথে থাকে, পাপ তাপ হতে তোমা দূরে দূরে রাখে! বাছা, শুধু এই হাসি খুলী, শুধু ধূলা খেলা, কাটি দিবে জীবনের সুদীর্ঘ এ বেলা ? শুধু এই হাহাকার, শুধু অশ্রু ব্যথা, হৃদয়ের আঁখি পাতে রহিবে কি গঞ্জ? কিছুই কি নাছি আর প্রাণ যাহা যাচে ? থাকুক তাহাই তব,পরাণের কাছে।