পাতা:কবিতা ও গান.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। ఫి ধ্যাহ্ন সঙ্গীত । تعیتس-سسه عیسم. است. মধ্যাহ্ন। به سمت ایران نیازی نیستحمامی নিস্তব্ধ নিঝুম দিক শ্রান্তি ভরে অনিমিথ, বসন্তের দ্বিপ্রহর বেলা ; রবির অনল কর শীতলিতে কলেবর সরোবরে করিতেছে খেলা ৷ বায়ু বহে শ্বন শ্বন, বিকম্পিত উপবন, ঘুঘু ডাকে সকরুণ ডাক ; ' মাঝে মাঝে থেকে থেকে কোথা হতে ওঠে ডেকে কঠোর গম্ভীর স্বরে কাক । নীল নীলিমার গায় শাদা মেঘ ভেসে যায়, চিল উড়ে পাতার সমান '• চাতক সে ক্ষুদ্র পার্থী সকরুণ কণ্ঠে ডাকি মেঘে চায় ডুবাইতে প্রাণ। মুকুলিত আম্রশাখে, পল্লবিত তরু থাকে, কুহু কুহু কোকিল কুহরে ; হিল্লোলিত সরো কায়, ঘুমায় গাছের ছায়, গাভী নামি জলপান করে । এলোচুলে মেন্থেগুলি কলস কোমরে তুলি, স্নান করি গৃহে ফিরে যায়। একটি রাখাল ছেলে দুর মাঠে গরু ফেলে কুঞ্জবনে বঁাশরী বাজায় !