পাতা:কবিতা ও গান.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శి কবিতা ও গান । খুলিতে কুমারী হৃদি সাহস না পায় ; সুন্দরী। তুমি গো স্বনারি, প্রাতে জীবনের তব আছিলে একটি কলি গেtলাপের নব ! প্রণয়ী সুৰ্য্যের করে সে মুকুল সারা ডরে, অধীর কোমল লাজে সবুজ পাতার মাঝে রাঙ্গা মুখখানি যথা লুকাইতে চায়। অথবা মরতে বুঝি নাহি সে তুলনা, স্বরগ উধাটি তুমি আছিলে ললনা ! প্রভাত পরশে যথ} এতি ফুল পাতা লতা, . হাসিয়া জাগিয়া উঠে ঝারি অশ্রুজল ; তোমার রূপের জ্যোতি বিমল প্রশান্ত অতি, তপ্ত মরু স্পর্শ পেয়ে স্নিগ্ধ সুশীতল।