পাতা:কবিতা ও গান.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান । - శి যে নিগিয়াছে, তবু দ্রুতগামী কাল হরিতে পারেনি তব সুধা রূপ-জাল । অতুল অফুট সেই সৌন্দৰ্য্য লাজের, সহিতে নারিত যাহা আঁখি অপরের ? কাল শুধু পূর্ণতম মোহিনী প্রভায় ফুটায়ে তুলেছে তাহা যৌবন শোভায়! ফুটন্ত কুসুম ষধ পাঙ্গর মাঝরে আকুল আবেশে ভরা সৌরভের ভারে! দিবাকর দ্বিপ্রহরে যথা পূর্ণ শোভা ধরে, তেমনি কোমল তব আধ-ফুট রূপ নব, বিকাশিত অপরূপ প্রদীপ্ত আকারে!