পাতা:কবিতা ও গান.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিন্ধুর বিলাপ। নাহি দিব নাহি, সিন্ধু, যাম, অবিশ্রান্ত কেন অবিরাম গাহিতেছ বিষাদের গান ? বিধাইয়া পরাণে পরাণে শ্রোতাদের পশে যে গো কাণে একই ঐ বিলাপের তান ! কি বাসন বল মনে মনে জাগিতেছে গোপনে গোপনে ? কিবা সে এমন উচ্চ আশা পুরাইতে হয়েছে পিপাসা ? যার তরে শ্রান্তি বিন্দু নাই, ঝটিকার বিপ্লব সদাই বেগে তোড়ে করে আলোড়ন তোমার মহান হৃদি মন ? কিসের অভাব সিন্ধু তব ? পৃথিবীর ধন রত্ন যত— সুকলি ত উরসে তোমার। কটাক্ষেতে চরাচর গ্রী কত রাজ্য সাম্রাজ্য বিনাশি আপনি করিছ অধিকার! জলধি গো তোমার প্রতাপে চারিদিক ভয়ে সদা কাপে, নাহি সীমা তব ক্ষমতার ! অনন্ত ক্ষমতাশালী তুমি, ইচ্ছায় লভিতে পার ভব, কেন তবে কঁাদ দিবানিশি, কি আশা সেপোরে নাই তব . ঐ উচ্চ পাহাড়ের গায় উছলিয়। রজত কণায়ু, ঝরণার ক্ষুদ্র এক রাণী হাসি হাসি খেলিয়া বেড়ায়। ভাল কি বাসিয়া তুবে ওরে হারায়েছ সুমহান মন ? ক্ষুদ্র এক হৃদয়ের কাছে সকলি দিয়েছ বিসর্জন ? তোমার সে মহিমা গৌরব, দোর্দণ্ড প্রতাপ সীমাহীন, , একটি বালার পদতলে সকলি কি হয়েছে বিলীন ? একটি সে অণুতম দি, তুমি কত উচ্চ সুমহান, তুমি সে চরণে আজীবন অশ্রুর তরঙ্গ করি দান, তবুও সে হৃদয় দেবীর