পাতা:কবিতা ও গান.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গাম । | "ఛీ') আহা মরি বড় ফন্দী ! "• ' শরীর করিয়ে বন্দী হরিবে সে জীবনজীবন্ত প্রেম আলো। ভাল সই ভাল খুব ভালো! জানে না কি এই দীন রাধা, ভুবন ঈপ্সিত রূপ শুামেরি হৃদয় আধা ? , মুদিলেও এ নয়ান জলে আঁখে সে বস্থান, সে মূৰ্ত্তি দর্শনে তবে কেমনে কে দিবে বাধা ? হিংসুকে সখি রে হায়! এ প্রেম ঘুচাতে চায় ; দু মুটাে বালুক দিয়ে এ বুঝি সমুদ্র বাধা! কাদিব কি হাসি ভাই, বিষাদ বিস্ময়-ধাধা ।