পাতা:কবিতা ও গান.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাও গান । *t আচম্বিতে ছয়দাড় খসে খসে পড়ে পাড়, নিস্তন্ধ প্রাস্তরে তার জেগে ওঠে প্রতিধ্বনি ; অৰ্দ্ধমূল মাটীহীন, জটাজুট জলে লীন, বুদ্ধ বট প্রস্তিক্ষণে র্কাপে আয়ু ক্ষীণ গণি । ফেলে শ্বাস মাঝে মাঝে, যেন কি বেদনা বাজে, যেন মনে ওঠে জেগে পুরাণ স্মৃতির ভার ; - কত লুপ্ত ইতিহাস তার হৃদে স্বপ্রকাশ, কত মুখ দুঃখ খেলা অভিনীত তলে তার। o আজি হায় কেহ ভুলে, আসে না এ তরুমূলে ? সঁপিয়ে গিয়াছে এরে একেল মৃত্যুর কাছে। পরিত্যক্ত তরুবর, ক্ষীণ ভগ্ন কলেবর, পুরাণ সে স্কৃতি ধরি বুঝি বা বাচিয়ে আছে ? নিভিল রবির জ্যোতি, চন্ত্রম উজল অতি, স্তম্ভিত, নয়ন কোণে, দুই ফোটা অশ্র ধার;