পাতা:কবিতা ও গান.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীরব বীণা। জামিনীর বীণ, অতি দীন, ভাঙ্গা হৃদয়খানি, আমার ছেড়া তার, নাহি আর 登 মধুর বাণী ! প্রাণের কথা যত, আগে গেয়েছি ত সকলি, * মনে নাই যার, এখন তারে আর কি বলি ? গান গাহে যারা, গাক তারা, জানাক ব্যথা; আমার নাহি ভাষা, নাহি আশ, শুধু আকুলত। সবাই বোঝে হেথ, বলা কথা, কে বোঝে নীরব প্রাণে ? কেহ কি বুঝিবে ন—একোজন ? কে জানে!