পাতা:কবিতা ও গান.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। εδι মনে রেখে অসম্পূর্ণ মানব প্রকৃতি, অপূৰ্ণ প্রেমেতে তার এইরূপ রীতি! তাই সাধ দেখিবাঁর "অভাবের অশ্রধার, একই কথা শুধাইতে তাই চায় নিতি। তোমার প্রাণেতে টথে যদি লাগে ব্যথা, আর, সখা, তুলিব না হৃদয়ের কথা ; &আর শুধাব না, সখা, ভালবাস কি না, আজ হতুে আঁখি মোর হবে অশ্রুহীনা। কি কথা কহিব তবে কি গাহিব গান ? প্রেমেরি বাসনাপূর্ণ হয়ে যে এ প্ৰাণ! হোক সে বাসন। রুদ্ধ, চলুক মরণ যুদ্ধ, নীরব অশ্রুতে হোক সে তাপ নিৰ্ব্বাণ ! , ജബ്