বিষয়বস্তুতে চলুন

পাতা:কবিতা ও গান.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৫১

সারাদিন গেছে বনেতে কাটিয়া
দুজনে বনের বালা,
জানিতাম না তো তখন আমরা
কেমন বিষাদ জ্বালা

সে সুখের দিন কোথায় এখন,
সজনি লো,বল দেখি?
হৃদয়ের ধন তুই বা কোথায়
আমি বা কোথায়,সখি!

একটি বোঁটায় দুইটি কুসুম
আছিল কেমন ফুটি,
কে ছিঁড়িল,আহা!একটি গো তার
দুইটি হৃদয়ে টুটি।

সকলি ত হায়,তেমনি রয়েছে!
তেমনি ফুটিছে ফুল,
এ ফুলে ও ফুলে মধু খেয়ে খেয়ে
ছোটে ত মধুপ কুল;