পাতা:কবিতা ও গান.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
কবিতা ও গান।

কত শত জন সেথা দুঃখ শোকাতুর,
করিতেছে হাহাকার,
উথলিত অশ্রুধার,
তখনি সুখের সাধ হয়ে যেত দুর।

আকুল নিশ্বাস ফেলি বলিতাম মনে,
উহাদের দুঃখ লয়ে
এ সুখের বিনিময়ে
জনম দাও গো দেব, উহাদের সনে।

বুঝি গো এসেছি হেথা লয়ে সে বাসনা,
কই তা পূরিল কোথা
একটি হৃদয় ব্যথা,
একটিও অশ্রু ফোঁটা মোছান হোল না।

করুণ নয়নে বুঝি তাই চেয়ে আছ?
হৃদি বড় দুরবল,
তাহাতে সঁপিছ বল?
হৃদয়ের অবসাদ বুঝি মুছিতেছ?

এখন সে সখীত্বের এই বুঝি শেষ
কে আমরা কোন পুরে,
চাওয়াচায়ি দূরে দূরে,
পুরাতন যে স্মৃতির এইটুক রেশ?