পাতা:কবিতা ও গান.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৬১

এটুকুও যায় যদি ভয়ে ভয়ে থাকি,
আকুল নয়ন তুলে
একদিন যদি মূলে
দেখিতে না পাই তোর ও কিরণ আঁখি!

সারা দিবসের পরে বিশ্রাম কোথায়?
নিরাশায় শ্রান্ত অতি,
সে হৃদে কে দিবে জ্যোতি?
ফুটাইবে নিরমল ঊষা কে সন্ধ্যায়?

যদি,সখি,বুঝি,সখি,আসিবে সে দিন,
উষাময়ী নিজ দেশে
যাবি তুই ভেসে ভেসে,
উদিবে জীবন-সন্ধ্যা সন্ধ্যাতারা-হীন;
কে জানে বুঝি বা,সখি,আসিবে সে দিন।