পাতা:কবিতা ও গান.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
কবিতা ও গান।

মাঘ মেলা।

পবিত্র মাঘের মেলা,
গঙ্গাতীরে সন্ধ্যাবেলা,
মরি কি অপূর্ব্ব দৃশ্য রূপের তুফাণ!
পা দুখানি খোলা খালা,
হাতে প্রদীপের থালা,
ঈষৎ ঘোমটা টানা উজল বয়ান;

বঙ্গবালা পুণ্যবতী,
পূজিবারে ভাগীরথী
নামিছে বন্যার ধারে সোপান-লহরী;
ভক্তের চরণ স্পর্শে
জাহ্নাবী কাঁপিয়া হর্ষে
কল্লোলি আশিস দান করে প্রাণ ভরি।

পুলক প্রফুল্ল প্রাণ,
কৃতকণ্ঠে মা মা তান,
স্তবস্তুতি হুলুধ্বনি আনন্দ কল্লোল,
দিগন্ত ধ্বনিয়া ছোটে,
স্বর্গে উথলিয় ওঠে,
অচেতন জাগে পেয়ে চেতনা হিল্লোল।