পাতা:কবিতা ও গান.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৪
কবিতা ও গান।

দীপ জ্বালি সারি দিয়া কুলে
নমি গঙ্গা মাগিছে সে বর,
‘সীতার মত হব সতী,
রামের মত পাব পতি,
ভুলে গেনু এই যা তা পর’!

মাতা কহে,‘কর,বাছ,ব্রত,
লক্ষণ দেবর হয় যেন,
কৌশল্যা শ্বাশুড়ি হোক তোর,
শ্বশুর সে দশরথ হেন;

ধৈর্য্য পাস পৃথিবী সমান,
কাজ কর্ম্মে অটল সুদক্ষি,
গঙ্গা তাঁর শীতলতা দিন্
স্বামী গৃহে হয়ে থাক লক্ষ্মী।

মেয়ে কহে কাঁদিয়া তখন,
‘না,মা,আমি করিব না বত্ত;
শামা গেছে শ্বশুরের ঘরে,
আসে না সে করে তিন সত্য।

তোরে ছেড়ে যাব না,মা,কোথা,
জানিস,মা,আমি পেমি পিশি!
মা কহে,‘থামরে সর্ব্বনাশি,
ও কি কথা কোস কোন দিশি!

বিধবা সে তাই ঘরে আছে
বাছা,কি করিলি অকল্যাণ!
মা গঙ্গা,শিশু ও বোধহীন,
ও কথা দিও না মনে স্থান’!

ও পারে চমকে চিতানল,
মা কাঁদি তাহার পানে চায়,
বালা হাসি বলে,“দ্যাখ,মাগো,
কেমন প্রদীপ ভেসে যায়’!