পাতা:কবিতা ও গান.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
যেন আমার দুখে।

যেন আমার দুখে
আমারো চেয়ে কার বাজিছে বুকে!
কে যেন অতি করুণ নয়নে
আছে মুখের পানে চাহিয়া,
হৃদয়ের শত অতৃপ্তি বেদনা

সেই   আঁখির অমৃতে নাশিয়া।
যেন  অতি বিয়াকুল আসিতে নিকটে।
এই   নয়নের জল মুছিতে;

দিগন্ত প্রসার বাধা ব্যবধান,
মহাবলে চায় ভাঙ্গিতে।
ব্যথিত নিষ্ফল নিরাশ কাতর
বিষন্ন পরাণ টুটিয়া,

আরো   উজল উচ্ছ্বাসে সে করুণ প্রেম

শতধারে উঠে ফুটিয়া।

বল  কে তুমি গো,দেব,কোন জনমের

পুণ্য স্মৃতি, মূর্ত্তি ধরিয়া—
আঁধার প্রাণের হরিছ তিমির,

হৃদি     কি সুখ আনন্দে ভরিয়া!

থাক্ মাঝে থাক্ শত ব্যবধান
থাকি তোমারি দুর ভবনে,

যদি   ঢাল চিরদিন ঐ প্রেমজ্যোতি,
ডরি   কোন জ্বালা কোন বেদনে!