পাতা:কবিতা ও গান.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬
কবিতা ও গান।

সেই তিরষ্কার।

  এমনি একটি সন্ধ্যা মধুর উজ্জল,
  পশ্চিমে সোণার মেঘে বহেছিল ঢল।
  পূর্ব্বাকাশে প্রকাশিত সুতরুণ শশী,
  ছায়াখানি বিকম্পিত সরোবরে খসি।
  একাকী বসিয়া ঘাটে ছিনু অপেক্ষায়,
  এমন মধুর সন্ধ্যা,কোথা সে কোথায়!
  নয়নে বিরহ অশ্রু,অভাব পরাণে,
  আবেগ আগ্রহে হৃদি পূর্ণ অভিমানে।
  সহসা সম্মুখে কার হেরিনু মুরতি?
  কার হাসি সুধা পিয়ে,কার হাসি হরে নিয়ে,
  সহসা অপূর্ণ চন্দ্রে পরিপূর্ণ জ্যোতি?
  অকুল আনন্দ মাঝে অবসিত প্রাণ,
(বুঝিনু) মৃত্যু ত’ দুঃখের নহে সুখের নির্ব্বাণ!
  হায় রে ভাঙ্গিল কেন সেই মৃত্যু-সুখ,
  আবার আসিল কেন অভিমান দুখ!
  উচ্ছ্বাস কাতর প্রাণে হাতখানি ধ’রে
  বলিনু,‘বাসনা বুঝি ভাল আর মোরে’?