পাতা:কবিতা ও গান.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৬৭

শুনিতে উথলে সাধ সে পুরাণ বাণী,
‘বাসি না তোমারে ভাল,হৃদয়ের রাণি’?
বার বার শুনিয়াছি এ সোহাগ ভাষা,
তবু নহে মিটিবার জলন্ত পিপাসা!
একই জিজ্ঞাসা তাই, অতৃপ্ত ইচ্ছার,—
“বুঝেছি আমারে ভাল বাস না ত আর।”
বুঝিল না ভাব মোর বুঝিল না ভাষা,
বলিল,‘সন্দেহ এ কি ঘোর মর্ম্মনাশা’!
নয়নে দেখিনু তীব্র তিরস্কার দৃষ্টি,
মুহূর্তে হেরিনু শূন্য অনন্ত এ সৃষ্টি;
প্রথম হেরিনু সেই সে নয়নে রোষ,
স্বার্থভরা আকুলতা তোরি যত দোষ!


* * * * * * * * *


সে দিনও এমনি রাত্রি,মেঘস্তর কালো
ঢেকে ঢেকে যেতেছিল চন্দ্রমার আলো;
রজনী সুখেতে ম্লান সে জ্যোৎস্না-পরশে,
বিরহের ভয় যেন মিলন-হরষে;
জ্বল জ্বল সন্ধ্যা তারা নামে ধীরে ধীরে,
বিজনে দাঁড়ায়ে মোরা সরোবর তীরে;
হৃদয় বেদনা-ভরা আনত লোচন,
পরাণে কত কি কথা,না সরে বচন;