পাতা:কবিতা ও গান.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
৬৯

বিরহ।

অধরে মোহন হাসি;
নয়নে অমৃত ভাষে,
বিরহে জাগাতে শুধু
মিলন পরাণে আসে।

সুখের প্রভাত আশে
বিরহ চমকি চায়,
হৃদয়ে আশার আলো
নয়নে আঁধার ভায়!

কইরে মিলন কোথা
সে কি হেথা আছে আর!
রাখিয়ে গিয়াছে শুধু
গরল পরশ তার!

তাপটুকু রেখে গেছে,
প্রভাতের আলো নিয়ে,
হাসি যত নিয়ে গেছে
অশ্রুজল রেখে দিয়ে;

সন্ধ্যা করে দিয়ে গেছে
সন্ধ্যার হরিয়ে তারা,
আঁধার পড়িয়ে আছে
সুষম হইয়ে হারা!

ফুলটি সে নিয়ে গেছে
ফেলে গেছে কাঁটা দুটি,
বিরহ কাঁদিয়ে সারা
নয়ন মেলিয়ে উঠি!