পাতা:কবিতা ও গান.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২
কবিতা ও গান।

বিকাশিত সুবাস সুহাস,
বিকাশিত রূপের মহিমা,
বিকাশিত সে নবযৌবন,
আজ নাহি আনন্দের সীমা!

উল্লাসে অধীর সে আমার
আনন্দ রাখিতে নারে ঢাকি,
পূর্ণতম আমারো জীবন
কাজ আর নাই কিছু বাকী।

শূন্য ছিল জীবন সেদিন
পূর্ণ এরে জীবনের ঘের,
সুখভরা ধরণীর পাশে
অন্তিম বিদায় মাগি ফের।

ধন্য ধন্য চারিদিকে স্তুতি
প্রশংসা ধরে না,কারো মুখে
প্রসারিত রাজহস্ত ঐ
আদরে তুলিয়া নিতে বুকে।

এক ছিনু সেদিন এখানে
আজ আমি দোঁহে মিলে মহা,
তাই বুঝি অশ্রু নাহি মানে
এত হর্ষ নাহি যায় সহা!

বিদায় গো বিদায় ধরণি,
সে আমার উঠিয়াছে ফুটি;
এ প্রাণে আর কি প্রয়োজন
দিয়াছে সে জীবনের ছুটি।