পাতা:কবিতা ও গান.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪
কবিতা ও গান।

কেন গো শুধাও?

কেন গো শুধাও বারবার
কি দুখে বহিছে অশ্রধার?
এমনি কাঁদিয়া চিরদিন,
এমনিই সুখ-শান্তি হীন,
এ জীবন পড়িবে ঝরিয়া;
নিভিবে না হৃদয়ের ভার!
জনমেছি অশ্রুজল লয়ে,
কাঁদিবও অশ্রুজল হ’য়ে।
কাঁদিতে দাও গো একা একা,
শুধায়ো না কারণ কি সখা!
কেন হৃদে জলিছে অনল,

কেন বহে নয়নেতে জল,
কেন যে গো সারা রাত দিন,
এ হৃদয় গায় দুখ গান,
জানে না তা জানে না পরাণ।
কি আর বলিব বল তবে,
শুনিয়ে কি আর বল হবে;
শুনিলে গো যে দুঃখের কথা
সুখী হৃদে জাগাইবে ব্যথা,
কেন তা শুধাও বারবার?
জানি না কি দুঃখে
কাঁদে পরাণ আমার!