পাতা:কবিতা ও গান.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬
কবিতা ও গান।

ওগো একাকী ফেলিয়া এসেছি চলিয়া,
    কেমনে সে হিয়া বাঁধিছে?
সেই মলিন বয়ান, ছল দুনয়ান,
     আঁখি পরে শুধু জাগিছে।

সে যে কত কেঁদে কেঁদে বাহু দিয়ে বেঁধে।
     বলেছিল,“ওগো যেয়ে না;
যদি নিতান্তই যাবে কি বলিব তবে,
     বেশীদিন যেন রয়ো না”!

এই কঠোর হৃদয় বজ্রশিলাময়,
     তাই ফেলে আছি তাহারে!
সে যে এক শূন্য ঘরে,নিশি দিন ধরে
     কেবলি ভাবিছে আমারে!