পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So পুরুষ অথবা সহচরীগণ পরস্পর একত্র হইয় আiমীরদিগের সাক্ষাতেই নীন ভাবে নানা ভঙ্গিমায় নাম কৌশলে নানা রসে কথোপকথন করিতেছেন, কিছুই অসাক্ষাৎকার বোধ হইবে না। পুৰ্ব্বে কয়েকজন কৰির জীবনবৃত্তান্ত প্রকাশ করিয়া গত মাসের প্রথম দিবসের প্রভাকরে বিশ্ব ৰিখ্যাত মহাকবি ২) ভারতচন্দ্র রায় গুণাকরের জীবনচরিত উদিত করিয়াছি, এবং অদ্য সেই বিষয় স্বতন্ত্ররূপে উদ্ধত করিয়া পুস্তকাকারে প্রকাশ করিলাম । এতন্মধ্যে উক্ত মহাশয়ের প্রণীত অনেকগুলীন অপ্রকাশিত উৎকৃষ্ট পদ প্রকটিত হইয়াছে,—সেই সকল কবিতা এপর্যন্ত কাহারে নেত্র কর্ণের গোচর হয় নাই, তাহার মধ্যে সংস্কৃত, বাঙ্গালা, হিন্দি ও পারস্য ভাষার চমৎকার চমৎকণর কবিতা অাছে, যিনি অভিনিবেশ পুৰ্ব্বক তৎপ্রতি দৃষ্টিক্ষেপ করবেন, তিনিই অশ্চির্ঘ্যে অভিভূত হইবেন, তিনিই ভারতচন্দ্রের অসাধারণ ক্ষমতা ও পাণ্ডিত্য বিষয়ের প্রচুর প্রতিষ্ঠা করিতে থাকিবেন । অপিচ আমরা এই গ্রন্থে অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দরের কয়েকট কঠিনতর ভাব-ভূষিত গুঢ়াৰ্থ-ঘটিত কবিতা টীকা সহিত প্রকটন করিয়াছি, তাহাতে সকলের মনে সন্তোষের সঞ্চার হইতে পরিবেক । এই পুস্তক বিদ্যালয়ের ছাত্র প্রভূতি সৰ্ব্ব সাধারণের পক্ষেই অত্যন্ত হিতকর ও অানন্দকর হইবেক । এই স্থলে লিপি বাহুল্য করণের প্রয়োজন করে না, কিঞ্চিৎ ৰিবেচন পুৰ্ব্বক পাঠ করিলে ভাবগ্রাহি মহাশয়ের ভাবতরঙ্গে কখনে। ভাসিতে ও কখনো ডুবিতে থাকিবেন। যদিস্যাৎ সকলে সমাদর পূর্বক এই গ্রন্থ গ্রহণ করেন, তবে জামরা বহুকালের পরিশ্রম ও যত্নের সার্থকতা জ্ঞান করিয়া ক্রমে ক্রমে অভিলষিক্ত বিষয় সুসিদ্ধ করণে উৎসাহি হইব। ভারতচন্দ্রের কৃত অন্নদামঙ্গলের সমুদয় কবিতার টাকা করিয়া প্রকাশ করিব, এবং এই প্রণালীক্রমে কবিরঞ্জন রামপ্রসাদের কালীকীৰ্ত্তন, কৃষ্ণকীৰ্ত্তন, ৰিঙ্গ্যাসুন্দর এবং অবস্থাভেদের সমস্ত পদ টাকা সম্বলিত পুস্তককারে প্রকটন করিব । জপিচ কবিকঙ্কণের চণ্ডী মধ্যে যে সকল