পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ \ ] আদেশক্রমে দুইখানি পুতি দুইবার প্রস্তুত করত পাঠ করিয়াছিলেন তাহাতে কোন সন্দেহ নাই – বিশেষতঃ চৌপদীচ্ছন্দের গ্রন্থখানির সর্বশেষে ভণিতা স্থলে যেৰূপ বর্ষের নির্দেশ হইয়াছে তাহাতে সেই খানিকেই অনুজ বলিয়া ধাৰ্য্য করিতে হইবে ।—যথা “সনে রুদ্র চেগুণ” এতদ্বারা প্রমাণ হইতেছে ১১৩৪ সালে এই কবিতা রচিত হয় –সুতরাং তৎকালে ভারতের বয়স ১৫ বৎসর উত্তীর্ণ হয় নাই, কারণ শকের সহিত সালের গণনা করাতেই নির্দিষ্ট হইল তিনি বাঙ্গালা ১১১৯ সালে জন্ম গ্রহণ করেন। এতদ্রুপ তরঙ্গ বয়সে যে প্রকার চমৎকার কবিতা শক্তি প্রকাশ করিয়াছেন, এবং সংস্কৃত, পারস্য হিন্দি এবং বঙ্গভাষার যদ্রুপ সংস্কার দর্শাইয়াছেন ইহাতে র্তাহ্মণকে ষথেষ্টই প্রশংসা করিতে হইবে —জগদীশ্বরের বিশেষ অনুকম্প৷ ব্যতীত কোনক্রমেই এৰূপ হইবার সম্ভাবনা নাই । ভারতচন্দ্র রায় পারস্য ভাষায় বিশেষৰূপ কৃতবিদ্য হইয়। অনুমান বিংশতি বৎসর বয়ঃক্রম সময়ে বাটী অগসিয়া পিতা মণত ও ভ্রাতা প্রভৃতির সহিত সাক্ষাৎ করিলেন, তাহার অগ্রজগণ দেখিলেন, তিনি সংস্কৃত ও পারস্য ভাষায় বিলক্ষণু পারদর্শী হইয়াছেন, র্তাহারা কেহই তাহার ন্যায় সদ্বিদ্বান ও কীৰ্ত্তিকুশল হইতে পারেন নাই, অনুজের এতদ্রুপ বিদ্যা ও বিজ্ঞতার পরিচয় প্রণপ্তে র্তাহারা অত্যন্ত সন্তুষ্ট হইয়া কহিলেন “ ভাই হে ! সংপ্রতি পিতাঠাকুর বর্দ্ধমানেশ্বরের নিকুট হইতে