পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ९ 8 ] রালয়ে গিয়। ভাৰ্যাকে মুলাযোড়ে আনয়ন করত প্রথমে তথাকার ঘোষাল মহাশয়দিগের ভবনে একটি ঘর লইয়া কিছুদিন তাহারি মধ্যে বাস করিলেন, পরে নুতন নিকেতন নিৰ্ম্মাণ-পূর্বক যথারীতিক্রমে অনুষ্ঠান করিয়া তন্মধ্যে প্রবেশ করলেন –ষ্ঠাহার পিতা নরেন্দ্রনারায়ণ রায় এই সমাচার প্রাপ্ত হইয়া পুত্রগণকে কহিলেন “ ভারত মুলাযোড়ে গঙ্গাতীরে বাড়ী করিয়াছে, আমার প্রাচীন শরীর, এই বৃদ্ধ বয়সে গঙ্গাহীন দেশে বাস করা কৰ্ত্তব্য হয় না” এই বলিয়। তিনি মুলাযোড়ে আগমন করিলেন, এবং এখানে অপকাল বাস করিয়াই তিনি লোকান্তরিত হইলেন। পিতার আদ্য শ্রাদ্ধ সম্পন্ন হইলে রায় গুণাকর পুনকরার কৃষ্ণনগরে গিয়া কিয়ৎকাল বাস করত নিম্ন প্রকাশিত বসন্তু ও বর্ষ বর্ণন এবং আর আর কবিতা রচন। করেন –এই সকল পদ্য অদ্য পর্যন্ত মুদ্রিত ও প্রচারিত ङ्झ नाशे । যথা । বসন্তবর্ণন । চৌপদী । ভtল ছিল শীতকাল, সেতে। কণমান লজtল, হৃদয় সহিত শাল, এবে হোলো দুরন্ত । ন ছিল কোকিল শবদ, ভ্রমর আছিল জব্দ, উত্তরে বাতাসে স্তব্ধ, বৃক্ষ ছিল জীবন্ত । এবে বায়ু সাপেথেকে, ভুবন করিল ভেকো, কেবল একামের ডেকে 1, সঙ্গে লেীয়ে সামন্ত ।