পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ sa ] মধ্যম রামতনু রায় এবং কনিষ্ঠ ভগবান রায়, এইক্ষণে জ্যেষ্ঠ ও কনিষ্ঠের বংশ নাই, মধ্যম রামতনু রায়ের পুত্ৰ পূজ্যবর ক্রযুত তারকনাথ রায় মহাশয় মুলাযোড়ে বাস করিতেছেন, ইনি অতি বিজ্ঞ, ধাৰ্ম্মিক, সদ্বিদ্বান, এবং সুরসিক, অতিশয় প্রাচীন হইয়াছেন, উত্থানশক্তি নাই বলিলেই হয়, বয়স প্রায় ৮১ বৎসর গত হইয়াছে। এই মহাশয়ের অপর রূপায় তাহার পিতামহ রায় গুণাকরের “ জীবন-বৃত্তান্তু ” এবং এই সকল অপ্রকাশিত কবিতার অধিকাংশই প্রাপ্ত হইয়াছি, তিনি এতদ্রুপ অনুগ্রহ প্রকাশ না করিলে এতৎ প্রাপণের কোন সম্ভাবনাই ছিল না, অতএব এজন্য যাবজ্জীবন তাহার নিকট কৃতজ্ঞতাঋণে বদ্ধ রহিব, উক্ত তারকনাথ রায় মহাশয়ের একমাত্র পুত্র, বাবু অমরনাথ রায়, তিনি কলিকাতা নগরে থাকিয় বিষয় কৰ্ম্ম করেন, ই হার দুইটি সন্তান,জন্মিয়াছে, তাহারা উভয়েই অতি শিশু, অধুন। কবিবর ভারতের একটি পৌত্র, একটি প্রপৌত্র, এবং দুইটি বৃদ্ধ প্রপৌত্র মাত্র আছেন, যদিও র্তাহারদিগের অবস্থা তাদৃশ উন্নত নহে, কিন্তু পরমেশ্বরের ইচ্ছায় অল্প বস্ত্রের বিশেষ ক্লেশ নাই । অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দরের যে যে স্থানে ভারতচন্দ্র কবিতায় প্রকৃষ্টৰূপ পাণ্ডিত্য প্রকাশ করিয়াছেন, যাহার ভাবার্থ সাধারণে সহজে হৃদয়ঙ্গম করিতে পারেন না, এবং যাহার মৰ্ম্ম ব্যক্ত করিতে কোন.কোৰ পণ্ডিতের দেহ হইতে ঘৰ্ম্ম নিগর্ত হয়, আমরা যথ}