পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● | s૧ ] শুদ্র বলে কেবা, দ্বিজে দেয় সেবা, সপেঁর পৈতা গলায় । গৃহী বলা দণয়, ভিক্ষ মেগে খায়, না করে অতিথি সেবা সতী ঝি অামার, গৃহিণী তাহার, সন্ন্যাসী বলিবে কেবা । বনস্থ বলিতে, নাহি লয় চিতে, কৈলাস নামেতে ঘর । ডাকিনী বিহারী, নহে ব্রহ্মচারী, ইকি মহা-পাপ হর । [ ইহার টীকা । ] দক্ষপ্রজাপতি শিবনিন্দ করিতেছেন, এস্থলে গ্রস্থ কৰ্ত্ত মহাকবি ভারতচন্দ্র রায়ের বর্ণনার পরিপাট্য এমন, ষে, এই সকল • নিন্দাগৰ্ভ বাক্যকেও স্থতিপক্ষে ব্যাখ্যা করা যায়। যথা—“বয়সে বীপের বড়” নিন্দীপক্ষে —আমার পিতা যে ব্রহ্ম, তাহ হইতেও বৃদ্ধ, অর্থাৎ যাহা হইতে আর বৃদ্ধ নাই, অতিশয় বৃদ্ধতম । স্তুতিপক্ষে–ব্রহ্মা হইতেও বয়োধিক, অর্থাৎ তাহারো পুৰ্ব্ববৰ্ত্তী, ইহাতে ছলে পরমেশ্বর বলা হইল । to “কোন গুণ নাই” নি”—মুখঃ ! স্তু—িনিগুৰ্ণব্ৰহ্ম । “যথ তথা ঠাই” নি—সৰ্ব্বদ্বারি ভিক্ষুক । স্তু-সৰ্ব্বব্যাপক । “সিদ্ধি" নি—ভাঙ। স্তু—যোগসিদ্ধি । “মান অপমান ইত্যাদি" নি—নিৰ্ব্বোধ । স্তু-নিৰ্ব্বিকার ও ভেদ রহিত । “নাহি জানে ধৰ্ম্ম” নি—অজ্ঞ । স্ত—যিনি পরব্রহ্ম, তাহার ধৰ্ম্ম জানিবার প্রয়োজন কি ? জীবের ন্যায় তাহারতে যাজন করিতে হইবে না, এই হেতু ধৰ্ম্ম না জানার ন্যায় ব্যবহার করেন । یہ ہ سے۔ ۔ سمسمہ۔۔۔ --

  • নি--নিন্দ | 1 স্ব- স্তুতি ।