{ q \ } করের প্রণীত সমুদয় কবিতার টীকা করিয়া একত্রে এক পুস্তকে প্রকাশ করণের মানস করিয়াছি, কিন্তু এতদেশীয় কাব্যপ্রিয় মহাশয়ের। যদিস্তাৎ অামারদিগের পরিশ্রমের তুল্য মুল্য বিবেচনা করিয়া যথাযোগ্য অনুকুল্য করেন, তবেই আমরা শ্রম সাকল্য সাফল্য জ্ঞানে এই বৃহদ্ব্যাপারে প্রবৃত্ত হইতে পারি, নচেৎ কোন মতেই সাহস ও উৎসাহ জন্মিতে পারে না। আমরানিশ্চিতৰূপে নির্ণয় করিয়া দেখিলাম, যে ৪ চারি টাকা মুল্য নির্দিষ্ট না করিলে শ্রমের সার্থকতা ও ব্যয়ের সাহায্য হওনের সম্ভাবনাভাব । অতএব এতদ্বিষয়ে সৰ্ব্ব সাধারণের অভিপ্রায় জানিতে পারিলে শীঘ্রই কৰ্ম্মারম্ভ করিতে পারি, এবং এই বিষয়ে কৃতকাৰ্য্য হইতে পারিলে ভবিষ্যতে অণর অণর গুরুতর ব্যাপারে হস্তক্ষেপ কর৭ে সাহসী হইতে পারিব । এই মহাকবি ভারতচন্দ্র রায় বিরচিত অন্নদামঙ্গল গ্রন্থে ষেৰূপ ছন্দ প্রবন্ধের বাহুল্য দেখা যায়, অন্যান্য ভাষা রচিত পুস্তকে প্রায় তাদৃশ দৃষ্টিগোচর হয় নাই । তাহার মধ্যে ভাষানুযায়ি পয়ার, মালকাপ, বক্র-পয়ার, লঘুতোটক, দীর্ষত্রিপদী, লঘুত্রিপদী, ভঙ্গ চৌপদী, বক্র দীর্ঘ ও লঘুত্রিপদী অৰ্থৰ পঞ্চপদী ও চৌপদী প্রভৃতি ছঙ্গে বাহ রচনা হইয়াছে তাহ অতিশয় মনোহারি, তাছাতে কোন দোষম্পর্শ হয় নাই । সংস্কৃতানুষায়ি বৰ্ণৰূত্তি মধ্যে গণিত ভুজঙ্গপ্রয়াত, তুংক, তোটক, পঞ্চগমর এবং মাত্রাবৃত্তি মধ্যে গণিত
পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৬৯
অবয়ব