পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ তার ভাবনাই করিতেছি। মনের মত একটা কবিতা প্রাপ্ত হইলে অfর অহিলাদের পরিসীম। থাকে না, তখন বোধ হয়, যেন এই ব্রহ্মানন্দ সাক্ষাৎকার হইল । .* দশ বৎসর পর্যন্ত সঙ্কল্প করিয়া ক্রমশঃ অনুষ্ঠান করিতে করিতে প্রায় দেড় বৎসর গত হইল আমি এই কার্য্যের দৃষ্টান্তদর্শক হইয়াছি, অর্থাৎ সৰ্ব্বাগ্রেই অদ্বিতীয় মহাকৰি কবিরঞ্চন 9 রামপ্রসাদ সেনের “জীবন বৃত্তান্ত” এবং তাঁহার প্রণীত “ কালীকীৰ্ত্তন” ও কৃষ্ণকীৰ্ত্তনভিধান-ভক্তি রসপ্রধান-মধুর গান এবং অবস্থাভেদের শান্তি, করুণ, হাস্য, ভয়ানক, অস্তুত ও বীর প্রভৃতি কতিপয় রস ঘটিত পদাবলী ১২৬০ সালের পৌষ মাসের প্রথম দিবসীয় প্রভাকরে প্রকটন করিয়াছি, তৎপীঠে সকলেই মুগ্ধ হইয়াছেন । অনন্তর y রামনিধি সেন অর্থাৎ “ নিধুবাবু” v হরু ঠাকুর। v রাম বস্থ। ত নিতাইদাস বৈরাগী। ১ লক্ষ্মীকান্ত বিশ্বাস। এ রাস্থ ও নৃসিংহ এবং আর আর কয়েকজন মৃত কবির জীবন চরিত ও কবিতা কলাপ এক এক মাসের প্রথম দিনের পত্রে শ্রেণীবদ্ধরূপে প্রকাশ করিয়াছি, সেই সমস্ত বিষয় পাঠক মাত্রেরি পক্ষে সম্যক প্রকারে সন্তোষকর হইয়াছে । কিন্তু এপর্যন্ত স্বতন্ত্ররূপে তাহীর কোন বিষয়টাই পুস্তকাকারে মুদ্রিত করা হয় নাই, কেবল সংবাদপত্রে পত্রস্থ করিয়াই রাখিয়াছি, অবিলম্বে মুল্য নির্দিষ্ট পুৰ্ব্বক পুস্তক প্রকাশ করিয়া সৰ্ব্বত্র প্রচার করিব এমত মানস করিয়াছি, ফলে মনোময় পরম পুরুষের মনে কি অাছে বলিতে পারি না । কোনরূপ দৈব ঘটনা দ্বারা ভবিষ্যতে আর কোন ব্যাঘাত না জন্মিলে উৎসাহের কুৎসা নিবারণ পুৰ্ব্বক অভিপ্রেত বিষয় সুসিদ্ধ করিয়া কৃতাৰ্থ হইতে পারিব, নচেৎ এই পর্যন্তই শেষ করতে হইল । ইহাতে এভদ্রপ অtশঙ্কা করণের কারণ এই যে এই উদ্যোগের সঙ্গে সঙ্গেই ছুর্যোগের সহিত সাক্ষাৎ হইয়াছে। অম্বষ্ঠান করণ - মাত্র গাত্র পাত্র অমনি বিষম ব্যাধির অtধীর হইয়াছে, অতিশয় দুৰ্ব্বল ও উথ ন-শক্তি রহিত হইয়া দুই মাস কাল শয্যা সার পুর্বক