পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ (tన } ভণিতা স্থলে লিখিত অাছে “ সনে রুদ্র চেগুণ৷ ” ইহার অর্থ দুই প্রকারে নির্দেশ হইতেছে, আমরা বিশেষ অনুসন্ধান দ্বার। কতিপয় গ্রামাণ্য লোকের প্রমুখাৎ জ্ঞাত হইলাম, যৎকালে ঐ পুস্তক প্ররচিত হয় তৎকালে পুস্তক কারকের বয়ঃক্রম পঞ্চদশ বর্ষের অধিক হয় নাই, এজন্য র্তাহার জন্মের সাল ধরিয়া সনে রুদ্র চেগুণার অর্থ প্রথমেই বাঙ্গাল। “ ১১৩৪” সাল নিৰূপণ করিয়াছি অর্থাৎ রুদ্র শব্দে ১১ একাদশ, এই একাদশ পূৰ্ব্বভাগে স্বতন্ত্র রাখিয়া তৎপরে “ অঙ্কম্ভ কুমাগতিঃ” ক্রমে চে, গুণার, অর্থ ৩৪ ” নির্ণয় করিয়াছি । এৰূপ না করিলে তিনি ১৫ বৎসর বয়সের কালে গ্রন্থ রচিয়াছিলেন, তাহা কোনমতেই গ্রামাণ্য হইতে পারে নাপ দ্বিতীয়তঃ “ সনে রুদ্র চেগুণা” রুদ্র শব্দে একাদশ, সুতরাং শুভঙ্করের গণনাক্রমে এগারোকে রিগুণ করিলে “ চারি এগারং “৪৪” নিৰূপিত হইতেছে, যুক্তি ও বিবেচনা মতে যদি ইহার অর্থ এৰূপ অবধারিত হয়, তবে ... ৪৪ ” সনে ঐ পুস্তকের জন্ম হইয়াছে সহজেই স্বীকার করিতে হইবেক, কিন্তু “১১৪৪” কি ১৬৪৪” তাহার কিছুই নির্দিষ্ট হইল না, যদি বাঙ্গাল। সন ধরিয়৷ “ ১১৪৪” নির্ণয় করা যায়, তাহ হইলে তৎকালে গ্রন্থ কৰ্ত্তার বয়স ১৫ বৎসরের পরিবৰ্ত্তে ২৫ বৎসর নির্দেশ করিতে হইবে, আর কহিতে হইবে, তিনি ঐ সময়েই পারস্য ভাষার অনুশীলনে প্রবৃত্ত হইয়। ৩০ বৎসর বয়সে পাঠ সাঙ্গ করিয়া বাটী আগমন পুৰ্ব্বক