পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৮৯ ) রাগিণী খট। তাল জলদ তেতাল । কি হলো নবমীনিশি, হৈলো অবসান, গো ! বিশাল ডমরু, ঘন ঘন বাজে, শুনি ধ্বনি বিদরে প্রাণ, গো ॥ কি কহিব মনোদুঃখ, গৌরী পানে চেয়ে দেখ, মায়ের মলিন হয়েছে অতি, ওবিধু বয়ান ॥ - ভিখারি ত্রিশূলধারী, যা চাহে তা দিতে পারি ; বরঞ্চ জীবন চাহে, তাহা কঁরি দান। কেজানে কেমন মত, না শুনে গো হিতাহিত ; আমি ভাবিয়ে ভবের রীত, হয়েছি পাষাণ, গো ॥ পরাণ থাকিতে কায়, গৌরী কি পাঠান যায় ; মিছে আকিঞ্চন কেন, করে ত্ৰিলোচন। কমলাকাস্তেরে লৈয়ে, কহ হরে বুঝাইয়ে ; হর, আপনি রাখিলে রহে, আপনার মান, গো ! ॥ ২৪১ ॥ রাগিণী কালাংড়া । তাল জলদ তেতালা । ওগো উমা! আজু কি কারণে পোহাল যামিনী । এত অনুচিত কেন, গো করে শূলপাণি ॥ . আমি উমার লাগিয়ে, অনেক কেলেশ পেয়ে, এতনু সফল করি মানি । হেরিয়ে ও চাদমুখ, পাশরিলাম সব দুঃখ, আজু কেন কান্দিছে পরাণি ॥ o আমি তোমারে পাইয়ে, সকল দুঃখ বিস্মরিয়ে, নাহি জানি দিবস রজনী। আজু বিধি বিড়ম্বিল, মনের আশা না পুরিল, এখন আমি কি করি নাজানি ॥ ਸ਼ਾਂਤ আমার মনে, তম সম তোমা বিনে, জল বিনে যেন চাতকিনী । অতি নিদারুণ হর, পাগল সে দিগম্বর, কেনে দিলাম তাহারে নন্দিনী ॥