পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৯৪ ) রাগিণী সরফরদা । তাল জলদতেতালা । ও শু্যামবন্ধু ! তোমায় না দেখিলে ঝুরে দুটি আঁখি । দেখিলে নয়ন জুড়ায় ॥ না জানি কি মন্ত্র দিয়ে, বান্ধিলে প্রিয়ে, ও বিধুবদন খানি স্বপনে নিরখি ॥ ঘরে গুরুজনার ভয়, কত ছলে কত কয় ; শুনিয়ে না শুনি, হুে মরমে মরে থাকি ! তথাপি তোমার তরে, পরাণ যেমন করে, সুধাইও কমলাকাস্তেরে রাখি সাখি ॥ ২৫২ ॥ রাগিণী সরফরদ তাল জলদতেতালা। শু্যাম কেন জানে না সখি রে! পারিতি করিয়৷ তারে যতনে । রাধিতে ॥ o বঁধু আপনি মজিল, আমারে মজাইল ; আর কলঙ্ক করিল, নিলাজ বাশিতে, সই ! ॥ আমি যে সরলা নারী, এত কি বুঝিতে পারি ; দেখিয়ে ভূলিলাম তারি, মজিলাম পীরিতে । কমলাকাস্তের বাণী, শুন প্রাণ সজনি! এখন কি করিব নারী, নারিলাম চিনিতে ॥ ২৫৩ ॥ রাগিণী পরজ । তাল জলদতেতাল।। কি ক্ষণে শু্যামচাদের রূপ নয়নে লাগিল ॥ তিলে না হেরিতে রূপ, অস্তরে পশিল ॥ ~o হেরিতে না পেলাম রূপ,তিলেক ऍफ़ाहेरघ्न । অবলার মনেরো দুঃখ, চিরদিন মনে রহিল ॥