পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 - ) রামপ্রসাদি সুর। তাল একতালা । কেন আর অকারণ, কিসের চিন্তা কর মন! তুমি সাধিলে সধিতে পার, শিবের সাধের ধন ॥ এসে না বিরলে বসি, ভাবি শু্যামা মুক্তকেশী ; গয়া গঙ্গা বারাণসী, মায়ের শ্রীচরণ ॥ ভাবিলে ভবানী ভবে, ভবের ভাবনা যাবে ; তোর পাপ পুণ্য কোথা রবে, শমনের দমন ॥ কমলাকাস্তের আশা, নাম ব্ৰহ্ম কৰ্ম্ম নাশ ; সেতো কঠিন নয়, কেবল মুখের ভাষা, সুসাধ্য সাধন ॥ ১১৩ ৷ রাগিণী যোগিয়া । তাল একতালা । যদি পার যাবি মন । ভবার্ণবে, বেয়েদে তরণী । তাহে শ্ৰীনাথ কাণ্ডারি রে! মাস্তল শ্ৰীভবানী ॥ দুর্গ বার কালী তিথি, রে মন! তাহে নক্ষত্র তারিণী। আমার মন! কর রে, শুভযোগ মাহেন্দ্র তখনি ॥ কুবাতাসে যদি ভাসে, তরি না চলে উজানে। তাহে বাদাম খাটায়ে দেরে, কুল কুণ্ডলিনী ॥ কমলাকান্তের তরি, রে মন! তরিবে আপনি । ওরে ভয় কোরোনা ভরসা বান্ধো, ব্ৰহ্ম সনাতনী ॥ ১১৪ ॥ Q রামপ্রসাদি সুর। তাল একতালা । মন! তুই কাঙ্গালি কিসে। কালী নামামৃত সুধা, পান্‌ কর মন! ঘরে রোসে। ভবাবে মায়া তরি, কত ভুবছে উঠছে যাচ্ছে ভেসে। ওরে ! আনন্দ ধামেতে রোয়ে, রঙ্গ দ্যাধ হেঁসে হেঁসে ॥