পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( to ) নাচৰ্গো নাচগে শুামা ! নাচন দেখি ; তোমার দিগবাস অট্টহাস, গলিত চিকুরে ॥ মণিময় মন্দির, সুরতরু মূলে, ঐধাম আবৃত, সুধা-সরোবরে ॥ কমলাকাস্তের এই, কামনা করুণাময়ি! এতনু সফল কর মা ! দুঃখ যাউক দুরে ॥ ১৫৪ ৷ , রাগিণী হুটু মল্লার। তাল তিওটু ॥ আলুয়ে পড়েছে বেণী, জিনি নব মেঘ শ্রেণী । আর তাহে সুচঞ্চল, শুীমা নীল সৌদামিনী ৷ আরে হুহুঙ্কার গরজে, গভীর নিনাদিণী । হরিষে বরিষে সুধা, সুধানন্দ তরঙ্গিণী ॥ আরে! অতি নিৰ্ম্মল চরণ, প্রফুল্ল নীল নলিনী। নখর মুকুর কর, হিমকর কর জিনি৷ আরে! চরণারুণ কিরণে, আবৃত কত দিনমণি। কমলাকাস্তের হদি, কমল সুপ্রকাশিনী ॥ ১৫৫ ৷ রামপ্রসাদি স্বর। তাল একতালা ॥ আমার মনে ইচ্ছা আছে। এবার কালী বোলে, ব্লাহু তুলে, যাব শুrাম মায়ের কাছে ৷ কালীনাম সারাৎসার, নিঃসরে বদনে যার ; সেজন ভক্ত জীবন মুক্ত, দোহাই দিয়ে শিব কয়েছে। যুর কালীমাম আগুসার, কালের ভয় কি আছে তার ; তুমি এই ক্টোরে সতর্কে থেকে, কালোবরণ ভোল পাছে ॥ কমলাকাস্তের কথা, ঘুচিল আমার মনের ব্যথা ; ७}दींद्र নামজেনেছি, ধাম চিনেছি পথ বড় মুগম হয়েছে। ১৫৬ ৷