পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७१ ) পরমে পরমেশানি, স্মরহরধরণি, উমে শিবানি । ত্ৰিভুবন তারিণি, ত্রিপুর বিনাশিনি, মদনদহন-মমমোহিনি। বগলে বিমলে বালে, ছিমকর ভালে, উমে করালে । মণিপুর বিবর নিবাসিলি কমলে, কমলাকান্ত বিমোচনি। ১৮৭ ॥ রাগিণী টােড় ভৈরবী। তাল জলতেতালা। শিবসুন্দরি গো মা ! স্কৃতিং ন জানামি । কর বা না কর পার, তবু তোমারি অামি ৷ তৃষ্ণ নিদ্রা ক্ষুধা মায়া, শক্তিরূপ শিবজায়া ; নিগুণ সগুণাত্মিক সৰ্ব্বস্ব রূপিণী।। হে কালি ! ত্বং শান্তি ভ্রান্তিভয়হারিণী, হরবধূ হেয়ম্ব জমনি, প্রণমামি ৷ 北禅 মুরাসিন্ধু সরসিজে, সদানন্দ নিত্যং ভজে ; পঞ্চাশৰ্ম্মাতৃকা রূপ, চন্নাৰ্দ্ধ ধারিণী, মা । কমলাকাস্ত তব মহিমা কি জানে, তোমাময় ৰহ্মাও, ব্রহ্মাণ্ডময় গো তুমি ॥ ১৮৮ ৷ রাগিণী কালাংড়া। তাল একতালা । শুীমাধন কি সবাই পায়। অবোধ মন! বুঝন একি দায়। শিবেরো অসাধ্য সাধন, মন । মজনা রাঙ্গা পায় ॥ ইত্ৰাদি সম্পদ মুখ তুচ্ছ হয় যে ভাবে তা । সদানন্দ হুখে ভাসে, তাম যদি ফিরে চায়। যোগীন্দ্র মুঠি ইত্ৰ, ৰেপদ না-ধীনে পায়। নিগুৰ্ণ কমলাকান্ত, তবু মে চরণ চায়। ১৮৯।