পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १२ ) জনমে জনমে কত, করিয়ে কঠিন ব্রত, পেয়েছি পরম পদ, মা ! পরম যতনে । পাইয়া অমূল্য নিধি, হেলাস্থহারালাম যদি, কি কাজ ঐহিক সুখে মা ! ধিকৃ এজীবনে, গো | না জানি সাধন বিধি, হৈয়েছি মা অপরাধি ; সে কারণে মম মন, - চঞ্চল সম্বনে । কাতর হোয়েছি অতি, স্থির কর মম মতি, কমলাকাস্তের প্রতি, মা ! হের গো নয়নে ॥ ২০৩ ॥ 静 রাগিণী বেহাগ । তাল জলদ তেতালা । যোগী শঙ্কর আদি মহেশ । পুরুষ পুরুষ প্রধান ত্রিলোকাবাস ॥ ত্রিপুর দহন ত্রিনয়ন ত্রিগুণেশ । ত্ৰৈলোক্য পাবন ত্রিকাল ত্রিপুরেশ ॥ কমলাকান্ত ত্রিতাপ বিনাশ । দাতা দিগম্বর, ভো | আশুতোষ ॥ ২•৪ ॥ রাগিণী খট্‌। তাল জলদ তেতাল ॥ ও রমণী কালো এমন রূপসী কেমনে । বিধি নিরমিল নব নীরদ বরণে ॥ বাম অট আট হাসে, দর্শনে দামিনী খসে, কত সুধা ক্ষরে বামার ওবিধুবদনে ॥ সিঙ্গর বর দিনকর সম শোভা, অম্বুজ বদন মদন মনোলোভা। তপন দহন শশি, উদয় হয়েছে আসি, সত্ব রজ স্তম গুণ অরুপ্ত নয়নে। নাভি সরোবর মীরজ বিহারে, ঈষদ.বিষ্কচকমল কুচভারে। গলিত কুন্তল জাল, গলে নৃত্ব মুণ্ডমাল, শবশ্বিশু শোভে মায়ের যুগল শ্রবণে ।