পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ۰ و ) মনে মনে অনুভব, হেরিব শঙ্কর শিব, আজি তযু জুড়াইব, আনন্দ সমীরে। পুনরপি ভাবে গিরি, যদি না আনিতে পারি, ঘরে আসি কি কব রাণীয়ে । ছরে থাকি শৈল রাজা, দেখি শ্ৰীমন্দির ধ্বজ, পুলকে পূর্ণিত তনু, ভাসে প্রেমনীরে । মনে মনে এই ভয়, শুধু দরশন নয়, উমারে আনিতে হবে স্বরে ৷ - প্রবেশে কৈলাসপুরী, নাভেটিয়ে ত্রিপুরারি ; গমন করিল গিরি, শয়ন মন্দিরে। হেরিয়ে তনয়া মুখ, বাড়িল পরম সুখ, মনের তিমির গেল দুরে । জগতজননী তাম, প্রণাম করিতে চায়, নিষেধ করয়ে গিরি, ধরি ছুটি করে। কমলাকান্ত সেবিত তব শ্ৰীচরণ, মা ! আমি কত পুণ্যে পেয়েছি তোমারে ৷ ২২৩ ॥ রাগিণী যোগিয়া । তাল জলদ তেতালা । গঙ্গাধর হে শিব শঙ্কর ৷ কর অনুমতি হর, যাইতে জনক ভবনে ॥ ক্ষণে ক্ষণে মম মন, হইতেছে উচ্চাটন, ধারাবহে তিন নয়নে ॥ মুরাসুর নাগ নরে, অামারে স্মরণ করে ; কত না দেখেছি স্বপনে, যোগনিদ্ৰা ঘোরে। বিশেষে জননী আসি, আমার শিয়রে বসি, মা দুর্গ বল্যে ডাকে সম্বনে। মায়ের ছল ছল ছুটি আঁখি, আমারে কোলেতে রাখি, কত না চুম্বয়ে বদনে। জাগিয়ে নাদেখি মায়, মনোহ্লখ কব কায়, বল প্রাণ ধরি কেমনে । হউক নিশি অবসান রাখ অবলার মান, নিবেদন করি চরণে। কমলাকাস্তেরে, দেহ নাথ ! অনুচর, বোল্যে যাই আসিব द्विशिरन। २२8 { مساعد ☾