পাতা:কমলাকান্ত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কমলাকান্তের জোবানবন্দী।
২৩৩

কান্তের দিকে ফিরিলেন, বলিলেন, “বল। বলিতে হইবে।”

 কমলাকান্ত পিতার নাম বলিল। উকীল তখন জিজ্ঞাসা করিলেন, “তুমি কি জাতি?”

 কমলা। আমি কি একটা জাতি?

 উকীল। তুমি কোন্ জাতীয়?

 কমলা। হিন্দু জাতীয়।

 উকীল। আঃ! কোন্ বর্ণ?

 কমলা। ঘোরতর কৃষ্ণবর্ণ।

 উকীল। দূর হোক্‌, ছাই! এমন সাক্ষীও আনে! বলি তোমার জাত আছে?

 কমলা। মারে কে?

 হাকিম দেখিলেন, উকীলের কথায় হইবে না। বলিলেন, “ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে জান ত—তুমি তার কোন্‌ জাতির ভিতর?”

 কমলা। ধর্ম্মাবতার। এ উকীলেরই ধৃষ্টতা! দেখিতেছেন আমার গলায় যজ্ঞোপবীত, নাম বলিয়াছি চক্রবর্ত্তী—ইহাতেও যে উকীল বুঝেন নাই যে, আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব?