পাতা:কমলাকান্ত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কমলাকান্তের জোবানবন্দী।
২৩৪

 কমলা। ছিল, যখন নসীবাবু ছিলেন। এখন আর নাই।

 উকীল। এখন আছ কোথা?

 কমলা। কেন, এই আদালতে।

 উকীল। কাল ছিলে কোথা?

 কমলা। একখানা দোকানে।

 হাকিম বলিলেন, “আর বকাবকিতে কাজ নাই—আমি লিখিয়া লইতেছি, নিবাস নাই। তার পর?

 উকীল। তোমার পেশা কি?

 কমলা। আমার আবার পেশা কি? আমি কি উকীল না বেশ্যা, যে আমার পেশা আছে?

 উকীল। বলি, খাও কি করিয়া?

 কমলা। ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া, মুখে পূরিয়া গলাধঃকরণ করি।

 উকীল। সে ডাল ভাত জোটে কোথা থেকে?

 কমলা। ভগবান্‌ জোটাইলেই জোটে, নইলে জোটে না।