পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন । , :כ\O আহা কিবা মনোহর অপরূপ রূপ, করি করে শত দল মাঝে বিরাজিছে । কমলদল বাসিনী ভূবনমোহিনী, এসিতেছে মত্ত করি উগারিছে পুনঃ, নিশ্চয় হইবে কোন দেব বিলাসিনী, কিম্বা কোন মায়াবিনী নাহিক সংশয় ? ছলিতে সন্তানে আজ দিলেন দরশন। দেখ দেখ কর্ণধার কমলে কামিমী । করে ধরি করি গ্রাসে হয়ে আমোদিনী | ( গীত ) দেখ দেখ একবার চেয়ে দেখ, ওরে কি অপরূপ মাধুরি । যেন কোট শশধর, কমল উপর, উদয় ছোয়েছে আমরি ॥ মরি মরি মরি কিবা মনোলোভ, সৌদামিনী যিনি অঙ্গের প্রভা, (শোভার সীমা নাই রে ) কমল পরে, কমল করে, ঐ দেখ, কমলমুখ গ্রাসিছে করি। কমল বাসিনী, কমল বরণী, কমল নয়নী, কমলে কামিনী, কমলে গঠিত ওপদ কমল, (একবার দেখ, দেখ ভাল কোরে দেখ ) হবে জনম সফল, পাবি মোক্ষফল, নয়নে ওরূপ নেহারি। নাবিক। ও কর্তা! পাগলের মত কি বকছেন, ঐ অ্যাডা হাখি খ্যালে, ঐ অ্যাডা ঘোড় খ্যালে, কোথা দেখছে কর্তা ? শ্ৰীমন্ত । মিথ্যা নহে কর্ণধার ( হের ) ঐ শতদল মাঝে । চল চল চল যাই রাজ সন্নিধানে, - আশ্চর্য ঘটনা গিয়ে জানাই তাহারে । , , 峪上 一。辦