পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

駱 a o - . ঐমন্থের মশান গীতাভিনয় । 黨 | পড়েছে আর কি, যখন যার কপাল ফেরে, কপালে পড়তে পড়ে, তখন কোথা থেকে টাকা কড়ি এসে জুটে পড়ে, কিছুই বোব বার যে নাই, এখন পদ্ম বনের কথা না বলে বাঁচি, পদ্ম বনে পর্দীর কথা বল্লেই গোল্লার দুয়ারে যাবেন, কেহই রাখতে পারবেন, (খ্ৰীমন্তের প্রতি) ওহে বাপু বণিকের পো! এখানে মর্তে এসেছ কেন ? আর কি মর্তে জায়গা পাওনি, এসেছ এসেছ, যেন পদ্মবনে পর্দীর কথা বোলন, তাহোলে ধনে প্রাণে মারা যাবে । রাজা। বয়স্য ! ছেলেটকে কি বল ছ? বয়স্য। আজ্ঞে বলছি ভালই, কবে এলে, কোথা হতে এলে, কখান নৌকায় মাল বোঝাই কোরে এসেছ, কোন নীেকায় কি মাল বোঝাই আছে, এই সকল কথা আর কি ? রাজা । বয়স্য ! তোমার তো বেশ বুদ্ধি শুদ্ধি আছে, তুমিতো বেশ কথা কইতে শিখেছ। বয়স্য। বলেন কি মহারাজ ! আমি কত বড় বুদ্ধিমান, আমি হলাম রাজার বয়স্য, আমার আবার বুদ্ধি নাই ? পেটে বুদ্ধি বোঝাই করে রেখে দিয়েছি ? | রাজা। বটে। বয়স্য ! ( ভীত হইয়া) আজ্ঞা না না, পেটে বোঝাই নাই, এই দেখুন পেট খালি, কোন শালার পেটে বুদ্ধি বোরাই আছে, (বিমুখ হইয়া স্বগতঃ) বিপদ ঘটিয়ে ছিলেম আরকি নৌকা ফাসাবারমত আমার পেটে বোমা মেরে সকল বুদ্ধি বীর কোরে নিতো, (প্রকাশ্বে) মহারাজ বণিকের ছেলে অনুেক্ষণ এসে দাড়িয়ে আছে,কি জিজ্ঞাসা করবেন করুন। 瀑 蒸