পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন । ১০১ রাজা | তোমার কথা শেষ হয়েছে তো । বয়স্য | আজ্ঞা এক প্রকার | রাজা। তাহোলেই ভাল, ( শ্ৰীমস্তের প্রতি ) কহ কে তুমি মধুর মূৰ্ত্তি কিবা তব নাম ? কোথায় বসতি কর কিবা প্রয়োজন । কি জন্য সিংহলে আসা বল হে সত্বর, হেরিয়ে রূপ মাধুরী হোয়েছি বিস্ময়, অবশ্য হইবে তুমি ধনাঢ্য সন্তান। এসেছি সিংহলে মাত্র তরী আরোহণে নানা রত্ন পরিপূর্ণ বাণিজ্য তরণী, বিনিময় কোরে হেথা যাইব স্বদেশে ? অন্য পরিচয় মোর শুন নৃপমণি! ধনপতি পুত্র আমি বাস উজ্জয়িনী। শ্ৰীেমন্ত বলিয়ে মোরে ডাকে সকলেতে, জন্মাবধি দেখি নাই পিতার চরণ ; শুনিয়াছি লোক মুখে বন্দী পিতা মোর সিংহল পাঠনে তব রাজ কারাগারে, এসেছি সিংহলে তাই, পিতার উদ্দেশে কোন রূপে পারি যদি করিতে উদ্ধার । পূজ্যপদ পিতৃ দেবে রাজদ্বার হোতে, বিশাল ধরণী মাঝে আর কেহ নাই ; সহায় সম্বল বল শ্ৰীদুৰ্গার নাম । রাজা । ভাল বণিক তনয় ! 架 - - শ্ৰীমন্ত । মহারাজ ! বণিক তনয় আমি বাণিজ্যের তরে,