পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

紮 কমলে কামিনী দর্শন। 〉e電 রাজা। কি, বঞ্চনা আমার সনে ? ওরে মিথ্যাবাদী ! ! দেখাও সত্বর মোরে কমলে কামিনী, নতুবা নিশ্চয় আজি নাশিব রে তোরে । শ্ৰীমন্ত । ( ভীত হইয়া স্বগতঃ) হায় ছায়, এখন আমি কি করি, মহারাজকে তো কমলে কামিনী দেখাতে পাল্লেম না, এখন যে আমার প্রাণ যায় ! এই মাত্র দেখে গেলাম, এর মধ্যে কামিনী কোথায় লুকালো ? তবে কি মা দুর্গ এসে আমাকে ছলনা কোরে গেলেন ? না, মা কি আমাকে ছলনা | কোতে পারেন, আমি যে মার ছেলে, আমাকে ছলনা করবেন কেন ? বোধ করি কামিনী রাজাকে দেখে কমল বনে লুকিয়েছে, (প্রকাশ্যে) মহারাজ ! আপনাকে দেখে লজ্জায়, কামিনী কমলবনে লুকিয়েছে। আপনি একটু স্থির হয়ে থাকুন, তবে ইএখনি কামিনী কমলবন হোতে উঠবেন মহারাজ ! আমি সত্য বলছি কি মিথ্যা বলছি, নাবিকদের জিজ্ঞাসা করুন। রাজা । ( নাবিক প্রতি ) ওরে নাবিক। তোরা কি যথার্থ কমলে কামিনী দেখেছিস্ ? নাবিক। না মহারাজ ! আমরা কমলে কামিনী দেহি নাই,তবে হুদাগর মশাই বলছিলেন বটে শুনছি। রাজা। ওরে দুরাত্মনৃ? তুই না আমাকে কমলে কামিনী দেখাবি বোলে পণ কোরেছিলি,এখন তোর সে পণ কোথায় ? | কোটাল ! জল্লাদ সেনাপতি ! এই মিথ্যাবাদী বালকের করদ্বয় বন্ধন কোরে বধ্য ভূমি মশানে নিয়ে যাও, সেখানে গিয়ে পাপাত্মাকে বিনাশ কোৰ্ব্বে, যাও যাও, শীঘ্ৰ যাও, আর বিলম্ব করেন । e 莱 - 莱