পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৬ শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । ( গীত । ) কর রে কর বন্ধন বণিক নন্দনে । লয়ে যাও মশান মাঝে অতি সযতনে ? ধরি খরশান আসি, বিনাশি বালকে, তুষিবে এসে আমারে মধুর বচনে। নিশিতে ভানুর উদয় হয় কি সস্তব, জল বিন স্থলে পদ্ম ন হয় উদ্ভব, তেমতি কমলে উদয় কমলে কামিনী হইবে কালিদহেস্তে নাহি লয় মনে ॥ কোটাল। যে হুকুম মহারাজ ! আওরে লেড় কা ইধার আও, তোমারা দোনা হাত বাধকে মশান মে লেচলে। [ শালিবাহনের প্রস্থান । (খ্ৰীমন্তের হস্ত বন্ধনে উদ্যত ) শ্ৰীমন্ত । কোটাল ! আমাকে বন্ধন কোরোন, আমি বন্ধন যাতনা কিছুতেই সহ কোৰ্বতে পারবো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি চল, আমাকে বন্ধন কোরোনা। কোটাল। কেঁউ বেটী, তোম কি রাজা কো লেড় কা হও, যে তোমারা হাত নেহি বাধেগ, যব মহারাজক হুকমৃ হুয়া হ্যায়, তব জরুর তোমার হাত বাধেগ, চুপরও বহুৎ | বাৎ মৎ বলি এ (করবন্ধন ) - শ্ৰীমন্ত । কোটাল ! আমার কথা রাখ, আমাকে দয়া করে, অত শক্ত কোরে বেঁধোন, আমার কষ্ট হচ্ছে, উঃ উঃ, বড় লাগছে, বড় লাগছে, অত শক্ত কোরে বেঁধোন । 絮 瓣