পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন । ch পঞ্চম অঙ্ক । --**ева প্রথম গর্ভাঙ্ক । কৈলাস,—বিহুকানন। ভগবতী একাকী দণ্ডায়মান । ভগবতী। (স্বগতঃ) অনেক দিন বৎস ঐমত্তের আমার চাদমুখ দেখি নাই, যখনই বাছার চাদমুখ খানি মনে পড়ে, তখনই মন চঞ্চল হোয়ে উঠে—তখনই তার কষ্ট তার বিপদ মনে হয়, আহা! বাছ আমার অল্প বয়সে অকুল মাঝে বাপ দিয়েছে, কত কষ্ট কত যাতনাই যে পাচ্ছে, তার কিছুই বুতে পাচ্ছিনে, মাতৃহীন বালকেরন্যায় অকুল পাথরে ভেসে ভেসে বেড়াচ্ছে, যে দিন প্রাণাধিক শ্ৰীমন্ত মগরার মোহানায় বিপদে পোড়ে, আমাকে মা মা বোলে উচ্চৈঃস্বরে ডেকেছিল, সেই দিন কেবল তার সহিত সাক্ষাৎ হেয়েছিল, সেই পৰ্য্যন্তই আর তার কোন খবরই পাইনাই, কিন্তু আজ আমার প্রাণ বড় বিচলিত হোলো, শ্ৰীমন্ত যে দিন মগ রায় উপস্থিত হয় সেই দিন আমার মনের গতি যেরূপ হোঁয়েছিল আজও আমার মনের গতি সেইরূপ হোয়ে উঠেছে, তবে কি বাছ আমার কোন বিপদে পড়েছে, তাহোলেও তো তার সম্বাদ পেতাম, পদ্মাকে শ্ৰীমস্তের রক্ষাভার দেওয়া আছে, পদ্মা ছায় রূপে শ্ৰীমন্তকে রক্ষা কচ্ছে, কৈ সেও তো এ পর্যন্ত কোন সম্বাদ নিয়ে এলোনা, হায় হায় এখন আমি করি কি | e 肇 张