পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S so শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । (পদ্মার প্রবেশ । ) পদ্মা। দেবি । আজ বড় বিপদ উপস্থিত । ভগবতী। পদ্মা ! কি বিপদ উপস্থিত হোয়েছে, শীঘ্ৰ বল আমি আর স্থির থাকতে পাচ্ছিন, কি হেয়েছে শীঘ্ৰ বল, বলি আমার শ্ৰীমন্ত তো ভাল আছে, তার তো কোন বিপদ ঘটে নাই । পদ্মা। মা ! শ্ৰীমস্তেরই বিপদ ঘটেছে । ভগবতী । কি বল্লি শ্ৰীমন্তের আমার বিপদ ঘটেছে, উঃ কি সৰ্ব্বনাশ ! প্রাণ যায়, ক্রমন্তের বিপদ শুনে প্রাণ যে যায় ! বলি শ্ৰীমন্ত আমার এখন প্রাণে বেঁচে আছে, প্রাণে মারা পড়ে নাই তো ? পদ্মা। ওমা দুর্গে। এখনও বেচে আছে, কিন্তু আর একটু বাদে আর বাচ বার সম্ভাবনা নাই। ভগবতী । কেন ? তবে কি কোন ব্যাধিগ্রস্থ হয়ে শয্যাগত হোয়ে পড়েছে। পদ্মা | ওমা তাপ হারিণি ! যার নামে ভবব্যাধি বিনাশ হয়, তার সন্তানের কি ব্যাধি হয় মা ? ভগবতী। তবে কি সিন্ধু জীবনে জীবন ত্যাগ করেছে ? পদ্মা। ওমা জীবন রূপিণি ! তুমি যার জীবন, তার জীবন কি জীবনে যায় মা ? ভগবতী। তবে কি অনলে পুড়ে মোরেছে ? পদ্মা। ওমা নিৰ্ব্বাণ দায়িণি ! যার নামে অনল নিৰ্ব্বাণ হয়, তার সন্তান কি অনলে পুড়ে মা ? • ভগবতী। তবে কি অকুলে পড়ে প্রাণ হারিয়েছে । 濕 經