পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g— - : কমলে কামিনী দর্শন। " SSX পদ্মা। ওমা অকুলের কূল দারিনি! তুমি যারে অমুকুল, সেকি কখন অকুলে পড়ে মা ? ভগবতী। তবে কি বৎস শ্ৰীমন্তকে কেউ বন্ধন কোরেছে ? পদ্মা। ওমা ভববন্ধন বিনাশিনি ! যার নামে ভববন্ধন বিমোচন হয়, তার পুত্রকে কেউ কি বন্ধন করতে পারে মা ? ভগবতী। পদ্মা ! তোমার সকল কথা মনে লাগলে, কিন্তু তোমার শেষের কথাটা আমার মনে লাগলেন, নিশ্চয় ঐস্তকে আমার কেউ বন্ধন কোরেছে, নৈলে দক্ষিবন্ধন যাতনার মত যাতনা পাচ্ছি কেন ? কে যেন আমার করে করে দৃঢ় বন্ধন কোরেছে, পদ্মা ! বল, কে আমার উমন্তর্কে বন্ধন কোরেছে ? : পদ্মা। বিশ্বজননি! এমন্তকে বন্ধন কোaেছ, এটা বুঝতে পেরেছেন, কে বন্ধন কোরেছে সেটা বুঝতে পাল্লেন না ? ওমা পতিতপাবনি ! অামাকে ছলনা করেন কেন ? সকলইতো বুঝেছেন। ভগবতী। বুঝি না বুঝি, তুই কেন বল না ? কে বন্ধন কোরেছে | পদ্মা। দেবি ! তবে বলি শুন, শ্ৰীমন্ত সদাগর মগরা হোতে নিৰ্ব্বিয়ে সিংহলে গিয়ে পৌছায়, সিংহলে যাবার সময় কালিদহে কমলে কামিনী দেখেছিল, রাজা শালিবাহনকে গিয়ে সেই কথা জানায়, রাজা শালিবাহন ঐমত্তের কথায় বিশ্বাস কোরে সসৈন্যে কালিদহে এসে কমলে কামিনী দেখতে না পাওয়ায় ক্রমন্তের উপর কুপিত হয়ে কোটালবে বোল্লে শ্ৰীমন্ত সদাগরের কর বন্ধন কোরে দক্ষিণ মশানে নিয়ে 崇 :