পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

雛 鷺 কমলে কামিনী দর্শন । ১১৫ আর ভব সাগর পার হোতে ইচ্ছা নাই, কেউ একবার ইষ্টদেবের নামও স্মরণ কোরেন, বিষয় মদে মত্ত হয়ে কেবল মাত মাতি কোরে বেড়াচ্ছে, পরকালের পথ একেবারে ভুলে গিয়েছে, পরকালের গতির উপায় এক দিনও মনে করেন; সাধনা সুধা-ফল ত্যাগ কোরে বিষয় বিষ ফল নিয়ে নিয়ত বিবাদ বিষম্বাদ কলহ কিচ কিচি, বিষয় বিষে যে ক্রমশঃ অঙ্গ জর্জরিত কোরে তুলছে, তার দিকে স্বষ্টি পাতও নাই, চিন্তারূপিণী কাল সাপিনী যে সদা সৰ্ব্বক্ষণ দংশন কচ্ছে, সে দিকে ক্রক্ষেপও নাই, এমনিবিষয় মদে বিভোর, কাচমণির মুল্য নিয়ে অমূল্য মণি চিন্তামণিকে অনায়াজে বিক্রয় কচ্ছে, গঙ্গাতীরে থেকে, গঙ্গায় অবগাহন না করে কুপে গিয়ে অবগাহন কচ্ছে, ওরে আমার অবোধ মন ভৃঙ্গ, কলির জীবের যে রূপ মতি গতি, তোর যেন সে রূপ মতি গতি না হয়, তাহোলে তুই গতির গতি গোলোক পতির পদে বঞ্চিত হবি, ওরে মনভৃঙ্গ ! বিষয় কিংশুকে না মজে হরিপদ পঙ্কজে মজে | ( গীত । ) মনরে হরিপদ পঙ্কজে মজ । - চিত্ত পরিহরি, বল হরি হরি, অস্তে পাবে পদতরী, যাবে ভয় ভানুজ। বিষয় কিংশুকে, বিরহ কি সুখে, চল পরম সুখে, ' হরি বোলে মুখে সরোবর মাঝে (সুখ ) ধন জন দায়, কেহ নহে ডার, পরিহরি, । ভাব হরি, পদ সরোজ ॥